জাভা হলো একটি হাই লেভেল অবজেক্ট ওরিন্টেড প্রোগ্রামিং ভাষা যেটা দিয়ে আমরা মোবাইল আপা থেকে শুরু করে ডেস্কটপ এপ্লিকেশন পর্যন্ত বানাতে পারি কারণ এই ভাষা খুব শক্তিশালী এবং এর ভাষায় লেখা কোড আমরা যেকোনো অপারেটিং সিস্টেম এ চালাতে পারি এই ভাষা করে এন্টারপ্রাইস এপ্লিকেশন এবং মোবাইল এপ্লিকেশন এ বেশি ব্যাবহৃত হয় এই ভাষাটি শেখ খুব এ সহজ এবং ইউসার ফ্রেন্ডলি ভাষা কারণ আমরা যেমন ইংলিশ এ সেন্টেন্স লিখে থাকি তেমন করে এই ভাষার কোড কে ও লিখে থাকি যেমন আমরা কোনো কোড এর আউটপুট দেখতে গেলে লিখবো System.out.println("hello world"); এটি লেখার পর আমরা কোনো কিছুর আউটপুট দেখতে পারবো
আমরা জাভা সমন্ধে অনেক কিছু জানলাম এবার আমরা এর হিস্ট্রি ব্যাপারে কিছু জিনিস জেনে নেবো যে এই ভাষা কবে এবং কিভাবে শুরু হয়েছিল এবং এটি কে শুরু করে ছিল
0 Comments